Thursday, June 27, 2013

রাত্রি


রুপোর মুকুট পরে,
 জ্বলে হাজার তারা। 
রাত এসেছো আমার এ হাত ধরে,
শূন্য এখন বুকের ওপর দাঁড়া।


No comments:

Post a Comment