Monday, July 15, 2013

স্পর্ধা নাম দাও



দু কলম লেখাকে কবিতা বোলো নাকো,
               ওতে ও মনে আঘাত পাবে।
দু দিনের মিতালি,
আকাবাঁকা গলিতে হাত ধরে ঘোরো
এক বিন্দু শিশির ভাগ করে পিপাসা মেটাও
এমনকি চোখের আড়ালে দু একটি ...
তার কোনো পাপ নেই, যদি তাতে তোমার পলাশের বনে ফুল ফোটে
                                                                    তবে তাই ফুটুক,

অচেনা ভুলকে কবিতা না বোলে,
                                স্পর্ধা নাম দাও।

Thursday, July 11, 2013

দুজনায়






ওষ্ঠে আতর নিয়ে বললে,
দু টাকা খুচরো দিলে ভালো হয়
দু মুঠো ঝিনুক কোড়ালে কেমন হয়?
মেঘের মাস্তুল ধরে বললাম,
মনে মনে। 

Tuesday, July 9, 2013



চিরতার মত বাঁচা 
বজ্রঝঙ্কারে চূর্ণ এমত খাঁচা 
মনে হয় বারে বারে মরি 
প্রতিবারই বাঁচি সুধা ঘট ভরি।

জাহ্নবী




কামরাগুলোয় চাঁপা ফুলের মতন থোকা থোকা দেহপল্লব।

জানলার শিকে থুতনি রেখে জাহ্নবী।
তার  
বাস মফস্সলে
করমচার মতন মুখ 
মায়ের নাম রূপলেখা, আর 
গাঁয়ের নাম হিজলডাঙ্গা।

কে যেন বলেছিল, এক নদীতে দু বার পা ডোবেনা। 

জাহ্নবীর এক শহরে সহস্রবার আসা।
তার
পিছে কাজ্লাদিঘির জল
পলাশ ডাঙার মাঠ 
কুলুঙ্গির তিনটে কড়ি, আর  
ভোরের সাঁকো আদর রাঙা।  

জাহ্নবী ভিড় থেকে একলা হয়েছে।
অন্য নদীতে নাইতে গেছে ও।

Saturday, July 6, 2013

নিসর্গ




আমলকি গাছে ঠেস দিয়ে আছ তুমি 
                            কুয়াশায় হারিয়ে গেল তিনটে প্রজাপতি 
             বেলা তার ধূসর হাত মেলে দিল
                                      সন্ধ্যের দিকে
                                     শব্দের পেছু পেছু আমি,
                                                              একা।