""...pure nonsense, pure wisdom of someone who knows nothing..." - From "Poetry" by Pablo Neruda.
Monday, July 15, 2013
Thursday, July 11, 2013
Tuesday, July 9, 2013
জাহ্নবী
কামরাগুলোয় চাঁপা ফুলের মতন থোকা থোকা দেহপল্লব।
জানলার শিকে থুতনি রেখে জাহ্নবী।
তার
তার
বাস মফস্সলে
করমচার মতন মুখ
মায়ের নাম রূপলেখা, আর
গাঁয়ের নাম হিজলডাঙ্গা।
কে যেন বলেছিল, এক নদীতে দু বার পা ডোবেনা।
জাহ্নবীর এক শহরে সহস্রবার আসা।
তার
পিছে কাজ্লাদিঘির জল
তার
পিছে কাজ্লাদিঘির জল
পলাশ ডাঙার মাঠ
কুলুঙ্গির তিনটে কড়ি, আর
ভোরের সাঁকো আদর রাঙা।
জাহ্নবী ভিড় থেকে একলা হয়েছে।
অন্য নদীতে নাইতে গেছে ও।
Saturday, July 6, 2013
Subscribe to:
Posts (Atom)