দু কলম লেখাকে কবিতা বোলো নাকো,
ওতে ও মনে আঘাত পাবে।
দু দিনের মিতালি,
আকাবাঁকা গলিতে হাত ধরে ঘোরো
এক বিন্দু শিশির ভাগ করে পিপাসা মেটাও
এমনকি চোখের আড়ালে দু একটি ...
তার কোনো পাপ নেই, যদি তাতে তোমার পলাশের বনে ফুল ফোটে
তবে তাই ফুটুক,
অচেনা ভুলকে কবিতা না বোলে,
স্পর্ধা নাম দাও।
No comments:
Post a Comment