Tuesday, August 23, 2016

Girls who eat flowers



Most people say marriage should only be
between a man and a woman,
not between a woman and a flower
but I say, "wherever there's love".

I said it to the girl who sells flower on the streets.
She tells me,
"Love makes you happier but not less hungrier."
And then she gave me her flowers and sat in this poem.

Sunday, August 21, 2016

আমাদের কথা



এক। 
ডিজেল-পোড়া বিকেল থেকে ভেসে আসছে অভিশাপ।
ভেসে আসছে নীরক্ত সুর পানের দোকান থেকে,
শিরীষ কাগজে ঘষা ক্ষয়াটে মুখ নামছে বহুতল অফিস থেকে
                                                                 টাইয়ের ফাঁস খুলতে খুলতে --
টাইয়ের সাথে বেঁধে ছেলেগুলো উড়িয়ে দিচ্ছে
                         তাদের আখেরের ফানুসগুলো,
উড়িয়ে দিচ্ছে তাদের টু বিএইচকে, ইএমআই ছাপ গাড়ি, পাটায়া আর সফেন নারীর স্বপ্ন।
আর ফুচকার শালপাতার মতো ব্যবহৃত মেয়েরা
                                              বাড়ি ফিরছে রাত করে,
                                  ঘাড় ভাঙা রাজহংসীর বেদনায়,
অন্ধকার স্যাঁতস্যাঁতে সরীসৃপের পেট চিরে আসতে আসতে তারা না দেখার ভান ক'রে
পাড়ার চেনা বাড়িগুলো থেকে উঁকি মারা যৌন ইশারা।


দুই। 
টেলিভিশনের নীল আলো, আরো নীল হয়ে ছড়িয়ে পড়ছে সিরিয়ালের সংসারে,
শপিং মল, সেরেল্যাক বেবি আর লাল-নীল প্রজাপতিদের কথা ভাবতে ভাবতে
                                                                                   ঘুমিয়ে পড়ছে মেয়েগুলো।                    
আর ঘরে ফেরা ছেলেরা পরে নেয় পাটে পাটে ভাঁজ করে রাখা মেরুদন্ড
তাদের কর্পোরেশনের ভ্যাটের মতো উপচে পড়া মাথার ভেতর থেকে বেরিয়ে আসছে
                                                                                              রাশি রাশি পোকা,
শ্বাপদের মতো বসে থাকতে থাকতে ছেলেগুলো হিসেব কষে যোগের সঙ্গে ভাগের
                                       ভাগের সঙ্গে গুনের আর গুনের সঙ্গে বিয়োগের সম্পর্ক,
টেলিভিশনে পাঠানো পরকীয়া চিঠিতে ভেসে আসছে তাদের ঘুমপাড়ানি গান।
 

তিন। 
পাড়ার রকে মুড়ি দিয়ে শোয় নিষ্কর্মা সময়
রাত হাতে পায়ে বাড়ে নেড়ি কুকুরের উদ্ধত প্রশ্রয়ে,
জল ঘেরা বারান্দায় একা বসে থাকতে থাকতে
                                    বৃদ্ধারা বসন্তের সাথে গুলিয়ে ফেলছে রজঃ স্রাবের,
গুলিয়ে ফেলছে স্বাধীনতার সাথে খুন্তির,
গুলিয়ে ফেলছে ঘুমের ওষুধের সাথে রূপকথার,
আর বৃদ্ধরা শেষ পাতে মধু খেয়ে কুলকুচো করে উগড়োয় নিম।


চার।   
গোলাপজল আজ ধুইয়ে দাও ডিজেলের গন্ধ মেঘের গা থেকে
বহুতল অফিস বাড়ি আজ এসো
                        হাঁটুগেড়ে বোসো
                                       শহরের নীচু বাড়িগুলির সামনে
এসো ঘোড়ার খুঁড়ে লেগে থাকা মরমী বিকেল
তুলোর বীজের মতো উড়ে এসো ময়ূরপঙ্খী মেঘের দল
ছেলেগুলো আজ ভুল বাসে চড়ে এসে নামো তেপান্তরের মাঠে
ভোরের ডাকে এসো কদম ফুল মেয়েগুলির খোঁপার জন্য
এসো যুবকের পাঠানো মার্জিত সনেটের ছন্দ যুবতীর কোমরবন্ধে
এসো শ্রাবন-মেঘের চুম্বন নীচু বাড়িগুলির সস্তা কলের ঠোঁটে
এসো প্রেমে মোড়া পর্ণকুটির, এসো আলেয়া লোডশেডিংয়ের নিঝুম রাতে
এসো ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী শহরের রোযাকে রোযাকে
এসো সুবাসী চাল, এসো এলোকেশী স্নান,
এসো লাজুক ক্ষণিক দৃষ্টি, এসো পূর্ণ বিকশিত প্রাণ
এসো মরালী গ্রীবা, এসো পরশপাথর
এসো স্বর্ণ মৃগ, এসো অকালবোধন, এসো ভ্রমরদল, এসো আতর
এসো আমাদের স্বপ্নে।





Thursday, August 11, 2016

নিখোঁজ



কি ভাবে হারিয়ে গেলাম ভেবো না তা নিয়ে। 

প্রতিদিনের ক্লান্ত মিছিলে কত শত পা ই তো হারায় চিরতরে 
শুকনো, পান্ডুর কত মুখ ছেড়ে যায় এ কোলাহল, ভিড়
কটা মানুষই বা আসে ঘরে ফিরে ফিরে ? 

তেলচিটে কাঁথায়, বালিশে, ঠোঁটে মিশে থাকা শেষ চুম্বন, নিঃশ্বাস, দীর্ঘশ্বাস 
থরে থরে ঘুমিয়ে পড়ে আলমারিতে, ট্রাঙ্কে, রাতে 
নির্দয় নক্ষত্রের নরম আলোতে।    

শোনো,
যে ধুলো আছে পাপোষে মিশে;
পুরোনো তোষকে, এক বিন্দু চোখের জলের জীবাশ্মে, 
তোমার বাহারি পর্দায় লেগে থাকা শীতের রোদে, গ্রীষ্মে; 
পুরোনো দেরাজে শীতঘুমে নিশ্চুপ রাশি রাশি মনখারাপের মাঝে; 
তুমি না থাকা স্তব্ধতায়, সকালে সাঁঝে   
মিশে 
আছি আমি 
তোমার আঙুলে, ওষ্ঠে, শোকে,...একা।

Monday, August 1, 2016

Life is beautiful, but I doubt



Life, they say, is beautiful
but I doubt.

To the starving boy
kneeling down at twilight by the White Nile,
a river is pointless.

To the girl
closing the last gap between her unholy flesh and the Sati pyre
at the first appearance of light,
the Sun is unbearable.

To the orphan
deafening the storm
with a cry of anguish,
love is heresy.

Even so, in deepness our hearts croon the Greek chorus of life.

From the petty heap of life

rises up softly from a lake in a faraway reality
a Cephissus, with a flowerpot of milk

descends gently from the chariot of seven suns
a Sirius, to soothe our daughters to the light

brightens unwaveringly
a Hestia, the hearth of all hapless children.

A swarm of butterflies that very moment arrests our chary selves
sings us the undying lullaby of life, they say, is assuringly beautiful.

Tuesday, May 3, 2016

Would you read to me?





Would you read to me?
my father whispered in my ear,
lying inert on the screechy hospital bed.
through the frayed curtains,
through the kind cleavage of a window,
a sliver of light came to say goodbye,
to the words clad in silence
au revoir,
from me to him.

How do I look?
he quizzed, feverishly,
words leaped across the bed,
touring through the air
escaped, in conclusion,
to the crest of the decrepit lighthouse
standing outside
alone
like relic of an ancient life,
like his youth, memories, life.

He pleaded, "do me a favor
read me a line, a sonnet
at the minimum, a personal ad from the Sunday specials."
a sheet of December air rested on his copper skin
“I think I am going to catch a cold, tonight”, he said.
“this must be a city of ice”, he groused.
“you have to do something for me”
“you have to get me fatter”
“steal me some fire”
“light me a cigarette.”

Dodging the December sun in my eyes
gently I moved away from the window,
from the light
for lies don’t look so bad in dark,
“you look so bloody good”, I replied
the tragic stink of my words filled the air
show me a piece of land that truth has conquered,
I become defensive
stared at me, askew
lopsided in death
with nervous lips, he said
“that’s good, now read me a poem
put me to sleep
staying awake feels too cold.

Sixty-seven kilograms of tired flesh and blood
ready to surrender, 
to gravity and ruin.