Wednesday, October 30, 2013

তুমি




বিস্ময় যা ও'হেনরীর, যা মৃনালের ক্রোধ, 
কলকাতা যা সুনীলের, যা অন্ধকারের রোদ 
যা নারী ঋতুপর্ণ'র, পতঙ্গের যা আলো 
যা ব্যাট সচিনের, শ্যামের যা কালো 
যা জল পালকের, যা পারস্যের রুমি   
যা ছায়া শরীরের, তাই আমার তুমি।

No comments:

Post a Comment